Welcome - Hazi Sayed Laboratory School
মানুষ যদি পথ হয় তবে আমরা ছয়শ কোটি পথ। সে পথের সন্ধান করাই জীবনের লক্ষ্য। লক্ষ্য, বোধের চূড়ায় অবস্থান করে মানবিক মূল্য প্রতিষ্ঠা করা। এ জন্য দরকার জীবনের সঠিক পাঠ ও বিবেচনা। সঠিক পাঠে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা কতটুকই সাহায্য করতে পারে- এর উত্তর সকলেরই জানা। সীমাবদ্ধ ব্যবস্থার মধ্যেও আমরা আমাদের সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। চাই মানবিক মন্ত্রণায় সুন্দর ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে। আমাদের এ আকাঙ্খা পূরণে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচুয কোথায়?
শুধু পাঠ্যবইয়ের নির্ধারিত এবং পরীক্ষায় ভালো ফলাফল মেধা বিকাশের একমাত্র মানদন্ড নয়। পরীক্ষার ফলাফলকে আমরা অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে থাকি, তবে সুপ্ত ও সৃজনশীল প্রতিভার অন্যান্য দিক বাদ দিয়ে নয়।
“পরিপুর্ণ শিক্ষা-আলোকিত জীবন” এই মর্মবাণীকে বক্ষে ধারণ করে আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন দেখছি, যেখানে পঠন ও শিখনের মধ্যে দিয়ে একটি শিশু প্রকৃত অর্থেই একজন মানবিক, সৃজশীল ও দায়িত্ববান মানুষ হিসেবে তৈরি হয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য অপার ভূমিকা রাখতে সক্ষম হবে এবং পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে।সে স্বপ্নের পথ বেয়ে এগিয়ে যাচ্ছে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল। আমরা বিশ্বাস করি, এ প্রতিষ্ঠান আপনাদের স্বপ্ন পূরণের সোপান হবে।